(কবি জাহাঙ্গীর কবীরের 'অনিরুদ্ধ বুলবুল' কবিতাটি পড়ে তার মন্তব্যের ঘরে তাৎক্ষণিকভাবে লেখা)
অনিরুদ্ধ বুলবুল
জাহিদ হোসেন রনজু
-------------------®
ছোট খাটো মানুষটি
তেজদীপ্ত বরুণ,
ছিপছিপে লিকলিকে
সদাশয় তরুণ।
অমায়িক হাসিখুশি
সাদাসিধে জীবন,
যেই আসে কাছে তার
হয়ে যায় আপন।
নিরলস পরিশ্রমী
নিবেদিত পরাণ,
একাগ্রতা, দৃঢ়তায়
ধ্যানী পির সমান।
যাহা সত্য, যা সুন্দর
করতে তা বোপন,
না চাইতে নিজ কাঁধে
করে সব বহন।
নাই কোন অহমিকা
নাই কোন বিদ্বেষ,
সকলকে সমভাবে
ভালবাসে অশেষ।
সে তো আর কেউ নয়
সকলেই চিনেন,
অনিরুদ্ধ বুলবুল
ছদ্ম নামে লিখেন।
মুজিবুর রহমান
বুলবুল ছিলেন,
কবিতায় এসে তিনি
অনিরুদ্ধ হলেন।
শত শ্রদ্ধা ভালবাসা
আজি তার চরণে,
হে বরেণ্য তুমি রবে
আজীবন স্মরণে।
-------------------------------
১৭ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা।