অনির্বাণ শিখা

জাহিদ হোসেন রনজু
-----------------------------------®

ঝটপট দুটো ভাত দাও দেখি খেয়ে নিই
তারপর চুপচাপ শুয়ে জোর ঘুম দিই।
শুনছো না বলছি কি? ভাত চাই বার বার,
তবু তুমি শুয়ে আছো, ভাব নাই নড়বার।
ব্যাপারটা বুঝছি না, করলে কি রাগ টাগ?
নাকি হলো বুড়ো কালে যৌবনের অনুরাগ?

ওই দ্যাখো! ফুঁসে ওঠে। ফিরে শোয় দিয়ে পিঠ
বলবে তো কারণটা কেন মন খিটমিট?
যদি হয় ভুল কোন দাও বলে ঝটপট
তবু আর চেয়ো নাকো ওই চোখে কটমট।
ভুল করে গেছি আমি জানো সারা কালটাই
মেনে তাও ধরে আছো এ তরীর হালটাই।

আজ কেন ফোঁস করো দেখে ভুল করা মোর?
কেন ওই চাঁদ মুখ করে আছো কালো ঘোর?
ভাবসাব দেখে আজ লাগছে যে খুব ডর
ফোঁস করে ওঠো যেই পড়ে বাজ কড়কড়।
কালো মুখ চেহারায় তুমি কিনা চেনা দায়
চিনবে না নিজেকেই দেখো উঠে আয়নায়।

ওরে বাবা! ছোটে কই ঠেলে ফেলে ধাই ধাই
যেয়ো নাকো, পাশে বসো, হাত ধরি দুইটাই।
যাবে কই মাঝ কালে পারনি যা সুবেলায়
ভালবাসা দিয়ে গেছো ভুলে ভরা অভাগায়।
এই দেখো কানে হাত, ডলে করি তচনচ
এইবার দাও দেখি চাঁদ হাসি মচমচ।

যত করি বাহাদুরি, মুখে বলি ভুলভাল
জানি তুমি ছাড়া হতো জীবনটা পয়-মাল।
পেয়ে প্রেম তোমারই ফুটে ফুল হররোজ
প্রতিদিন আসে তাই সংসারে নওরোজ।
ছেলেমেয়ে আর এই মুখপোড়া বুড়োটার
তুমি হলে অনির্বাণ শিখা সব ভরসার।

------------------------------------
১ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা।