অন্ধকারের শব্দ

জাহিদ হোসেন রনজু
-------------------------------------®

আলো কিছু চেনা; অচেনা অন্ধকার;
জানা মুশকিল কী আছে ওখানে, অন্ধকারে।

তরল অন্ধকারে
ধোঁয়াশা ধোঁয়াশা আলোর সীমানা প্রাচীরে
তুমি গা এলিয়ে আছো বহুকাল ধরে।

জানো কি তুমি
এই চেনা-অচেনা  মানুষের ভীড়ে
মানুষ ছাড়াও আরো অনেক, অনেক কিছু আছে?

বলে বটে- সবাই সমান
মানুষের মাঝেই করেন ঈশ্বর বসবাস।
তবু জেনো তারই মাঝে
আছে আলো, আছে ঘোর অন্ধকার।

শুধু দুচোখেের অন্বেষণে পাবে নাকো খুঁজে।
চিনে যে চোখ, দেখে অন্ধকারে
সেই তাকে,
ষষ্ঠ ইন্দ্রিয়কে করো জাগ্রত এবার।
তারপর হাঁটো।
আমার বিশ্বাস পেয়ে যাবে পথ
যা তুমি করছো সন্ধান।

অন্ধকারকে চেনা বড় সহজ, আবার কঠিন।
কিছু নিজস্ব শব্দ আছে অন্ধকারের।
রাতের পাখির মতন আসে না সম্মুখে-আলোর।
তবে আসে।
নীরব নির্জনে একাকী হলে,
একা পেলে
কথা বলে উঠে অন্ধকারের সেই সব শব্দরা মধুর স্বরে।

অদ্ভূত সম্মোহনী শক্তিও আছে আঁধারের।
যেয়ে দেখো তুমি অন্ধকারের কাছে
নিবিড় গভীর নিশীথে একাকী
আবেশিত হবে, সম্মোহিত হবে।

তেমনই অন্ধকার মানুষের মাঝে আছে এই সব।

যদি বুঝতে পারো শব্দগুলো অন্ধকারের
তাহলে চেনা সহজ;
নাহলে কঠিন
শুধু অন্ধকার- সমুদ্র গভীর

----------------------------------------
১৬ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা।