(বাংলা লতিফা)

অনামিকা

জাহিদ হোসেন রনজু
------------------------------®

অনামিকা, লহ মোর প্রথম অঞ্জলী
হৃদয়ের ভালবাসা মম সযত্নে তুলি।

মম হৃদয়ে ভাল যা আছে, যা তব সুন্দর
তাই দিয়ে বাঁধি এসো দুজনার অন্তর।

মিলে-মিশে দুজনে প্রথম না হয় দুজনারে ভালবাসি
তারপর না হয় আরো কাছে,- আরো কাছাকাছি।

--------------------------------------------
৭ ফেব্রুয়ারি,২০১৬, মিরপুর,ঢাকা।