অকাপোটটো প্রেম

জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®

অকাপোটটো প্রেমে বেঁধেছি তোমায় চাঁদের মতন
হৃদয়েরই মাঝে আলোড়ন, অনুরণন, শিহরণ
আবেগ, উচ্ছ্বাস, অনুরাগ, ভাললাগা, ভালবাসা
না পাওয়া আমার যত কাঙ্ক্ষিত আশা প্রত্যাশা
সব অনুভবে মনে প্রতিনিয়ত পলে পলে
তোমারই স্পর্শে খুঁজি মন আলো ঝল-মলে।

হৃদয়ের  ভিতরের যে আকাশ রঙে বর্ণে বর্ণিল
ছিল চাঁদের জ্যোৎস্নায় মাখানো ভালবাসা স্বপ্নীল
সেই সব সুপ্ত ভাললাগা অনুভব স্বপ্ন আশা
আজকে হৃদয়ে যতটুকু তারা বেঁধেছে বাসা
সবই তোমারই অমূল্য দান, তোমারই দেওয়া
যা ছিল আমার মনের জন্ম-জন্মান্তরের চাওয়া।

যা ছিল চাপা দেয়া হিমাদ্রি গিরিকন্দরে
বহুদিন, বহু কাল নিভৃতে একাকি অন্তরে
আজ সে মরুদ্যান নক্সীকাঁথায় মোড়া
শত ছিন্ন হৃদয় আজ যেন আনকোরা।
সবই তোমারই অমূল্য দান, তোমারই দেওয়া
যা ছিল আমার মনের জন্ম-জন্মান্তরের চাওয়া।

জানি তুমি চাঁদের মতন বহু বহু দূরে
তবু তুমি বাঁশি সুর অর্ফিয়ুস সুরে।

-----------------------------------------
১ জুন ২০২০, মিরপুর, ঢাকা।