অধি-ক্ষিপ্ত অধিবাস
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®
আমি ভুলে যেতে চাই নৈঃশব্দ্যে কষ্টগুলো
অরণী স্পর্শে পুড়ুক, বৈকল্যের যুপকাষ্ঠ।
অরণ্য আঁধারে থাকা বোধ বিশ্বাসগুলোকে
চৈত্রের খর রোদ্দুরে শেষ বারের মতন
স্নান করিয়ে আমাকে ফেরাতে চাই জীবনে;
হে মহাজীবন,
পুড়ুক সব পুড়ুক, পুড়ে হোক ছারখার
শেষ চিতায় উঠুক অধি-ক্ষিপ্ত অধিবাস।
--------------------------------------
১৪ আগস্ট ২০১৮, মিরপুর, ঢাকা।