ও মেয়ে
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------®
ও মেয়ে, কেমনতর তুমি?
বুঝতে যেয়ে গোল বেধে যায়
পাই না দিশা আমি।
চাইলে পরে
মুখটি ফেরাও,
ফিরলে পিছে
সামনে দাড়াও।
ও মেয়ে, কেমনতর তুমি?
কুয়াশা ঘেরা এ কোন পথে
তোমার সাথে আমি।
থাকলে দূরে
হাতটি বাড়াও,
আসলে কাছে
যাও সরে যাও।
ও মেয়ে, কেমনতর তুমি?
গোলক ধাঁধায় ঘুরছি শুধু
তোমায় খুঁজে আমি।
দূর আকাশে
পূর্ণিমা চাঁদ,
দেখতে গেলে
মেঘেরই বাঁধ।
ও মেয়ে, কেমনতর তুমি?
এ কোন ঘোরে তোমায় নিয়ে
স্বপ্ন বুনছি আমি।
প্রণয় বীণা
সুর তুলে যায়,
গাইতে গেলেই
বেসুর শোনায়।
ও মেয়ে, কেমনতর তুমি?
ভালবেসে আলো আধারেই
থাকছি পড়ে আমি।
----------------------------------------
(১৯ আগস্ট,২০১৬, হরিরামপুর, মানিকগঞ্জ)