নষ্ট ফুল

জাহিদ হোসেন রনজু।
------------------------------------®

তুমি আমায়
আর ডেকো না।
ঝড়ের পরে মেঘ দিও না।
মাত্র আবার ঘর বেধেছি।
ইটের 'পরে ইট গেঁথেছি।

না না না না
কষ্ট কিসের?
ফুরায়ছে দিন নরক বাসের।
কষ্টগুলো চোখের জলে
ভাসায় দিছি তোমায় ভুলে।

আমি এখন
ভালই আছি।
অমানিশার রাত ভুলেছি।
উঠোনে ফের চাঁদের আলো,
আসছে ফিরে। কি চাই বলো?

যাও চলে যাও
ভালই আছি।
ভাঙ্গা ডালটি সারায় নিছি।
ফুলের কলি হাসলো বলে,
কি দরকার আর নষ্ট ফুলে?

নষ্ট ফুলে
কষ্ট বাড়ায়,
দুঃখ বাড়ায়, হৃদয় পোড়ায়।
চাই না আমি তেমন তো আর
বয়স নাই আর কষ্ট কেনার।
-------------------------------------
১৮ এপ্রিল,২০১৮, ফুলবাড়িগেইট, খুলনা