নিয়তি না ছাই

জাহিদ হোসেন রনজু
------------------------------®

তারপর ভোর হলো যখন
নদীপারের ভাঙ্গন দেখা গেল তখন

পাল ছেঁড়া নৌকায় উদাসী হরিপদ মাঝি ঝিমায়

রূপসী অট্টালিকায়;

পাশার ঘুটি উল্টো পথে চলে
একেই নিয়তি বলে?

খুঁজে ফিরে পথ হরিপদ মাঝি...

এর সবই কার কারসাজি?

নিয়তি না ছাই
চকমকি পাথরেই হাত বাড়াই...আমরা সবাই

হরিপদও তাই।

---------------------------------
২৫ ফেব্রুয়ারি ২০১৯, কয়রা, খুলনা।