নিঃশব্দে নীরবে

জাহিদ হোসেন রনজু
------------------------------®

কিভাবে কখন জানি বোধ মানুষের
মানবিকতা, বন্ধন, মমতা মনের
নীরবে ভিতরে ধীরে ক্ষয়ে অবিরত
পুরাতন জরাজীর্ণ প্রাসাদের মতো
ইট-বালি নিয়ে শুধু দেয়াল সর্বস্ব
দাঁড়িয়ে আজ যদিও ভিতরে নিঃস্ব।

চারপাশে মানুষের আছে আনাগোনা
প্রয়োজনে বিকিকিনি, নাই জানাশোনা।
নাই প্রেম, ভালবাসা, আত্মার বন্ধন
ক্ষয়ে গেছে, ধীরে ধীরে না জানি কখন।
ছুটে চলা, বেঁচে থাকা, ছুটে চলা শুধু
দেহ আছে, দম আছে, হৃদয়টা ধূ-ধূ।

প্রকাশিত তীব্রভাবে দুঃসময়ের কালে
দেখো মানুষের জন্য নাই চিন্তা ভালে।
কী আছে মানবিকতা হৃদয়ের নীড়ে
দেখো যদি চোখ মেলে ভিজে যাবে নীরে।
ছেলে ফেলে যাচ্ছে মাকে, স্বামী আত্মজাকে
দেখো ভাল করে চেনো এ জগতটাকে।

বুঝি নাই তুমি আমি বোধে অনুভবে
হারিয়ে গেছে সবই কখন নীরবে।
মায়া নেই, দয়া নেই, যে যার মতন
চলছে, ছুটছে শুধু হারিয়ে রতন।
মন ভরা আছে লোভ,প্রতিপত্তি,ধন
কাকে ধরে, কাকে মেরে করবে অর্জন।

মারছে নিজের স্বার্থে ভুলে সব স্নেহ
পিতা-মাতা-ভাই-বোন হোক না যে কেহ।
স্বার্থের কারণে যাকে হয় প্রয়োজন
যুগের নিয়মে আজ সে শুধু আপন।
রক্তের সম্পর্ক, মায়া, মানবিক মন
পাবে না কোথাও খুঁজে অক্ষত বন্ধন।

বাঁচাতে মরণ থেকে মানবিকতাকে
জাগো মাতঙ্গিনী জাগো প্রলয় বৈশাখে....
এসো, এসো পৃথিবীতে রুদ্র মূর্তি ধরে
প্রলয় ডংকা বাজাও বোধের ভিতরে।
আবার আসুক ফিরে পৃথিবীর সাঁঝে
মায়া-মমতা-বন্ধন মানুষের মাঝে।

----------------------------------
২৪ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা