নিঃশব্দ অন্ধকার
জাহিদ হোসেন রনজু
-------------------------------------®
'অন্ধকার
আরে বাবা কী অন্ধকার- ঘুটঘুটে অন্ধকার
কেউ একটু আলো জ্বালাও
একটু আলো'।
'খামোশ!'
অতঃপর নিঃশব্দ অন্ধকার।
কবরের নিঃস্তব্ধতা
শিশিরের শব্দের মতন অন্ধকার।
কী অবাক করা শান্ত চারিধার!
কোন শব্দ নেই
গহীন অরণ্যে শব্দহীন অভিযাত্রা.....
শুধু ডোরাকাটা বাঘের চোখগুলো
জ্বলজ্বল করে জ্বলে।
---------------------------------------
৩১ ডিসেম্বর ২০১৮, ফুলবাড়িগেইট, খুলনা।