নিরুপায়

জাহিদ হোসেন রনজু।
--------------------®

পকেটেতে যদি ভাই
নাহি থাকে টাকা,
নিজেকে যে নিরুপায়
লাগে বেশ ফাঁকা।

মনটাও হয়ে পড়ে
খুবই দুর্বল,
শরীর হয় নিস্তেজ
থাকে নাকো বল।

কাছে কেহ আসলেই
ভয় জাগে মনে
পকেট যে খালি সেটা
জেনে যায় জনে।

তাড়াতাড়ি কেটে পড়ি
'কাজে যাই' বলে
এড়িয়েও যাই আমি
নানান কৌশলে।

'মরার উপর খাড়া'
নিমন্ত্রণ এলে,
'শরীরটা ভাল নেই'
বলে যাই চলে।

সবচেয়ে তখনই
ভয় মনে জাগে
প্রেয়সী চায় মার্কেটে
যেতে অনুরাগে।


যদি যাই বাঁচি নাতো
পিছালেও মরি,
এরকম দশা মোর
কি উপায় করি।

মার্কেটটা মনে হয়
যেন বহু পথ,
পার হতে হবে যেন
হিমাদ্রি পর্বত।

সারাক্ষণ টিপ টিপ
মনে থাকে ভয়,
পকেটটা ফাঁকা হলে
এমনই  হয়।
----------------------------
১১ জুন ২০১৭, মিরপুর, ঢাকা।