""""""""""""
নিরুদ্দেশ
- জাহিদ হোসেন রনজু।
-------------------------------------------®
তোমাকে পাবো ভেবে
আমি ভরা পূর্ণিমার রাতে
চাঁদের কাছে গিয়েছি-
তোমাকে পাবো ভেবে
আমি লক্ষ ফুলের কাছে,
বসরার গোলাপ বাগানে গিয়েছি-
তোমাকে পাবো ভেবে
আমি কবিতা ও গানের কাছে গিয়েছি-
তোমাকে পাবো ভেবে
আমি দেবদাস, চন্ডিদাস, মজনু'র
প্রেমিক হৃদয়ের কাছে গিয়েছি-
কোথাও পাইনি তোমায়।
হে ভালবাসা- ফেরারী তুমি
নিজ আবাস থেকে আজ
নিরুদ্দেশ তুমি।
-----------------------------------------------
২৩.০৫.২০১৭, ঢাকা।