নির্দয় সময়
জাহিদ হোসেন রনজু
----------------------------®
গাছে গাছে শত ফুল ফুটে হাসে
ভাসে মেঘদল সুনীল আকাশে।
কলকল ছন্দে বহে ঝর্ণাধারা
কূজনে কূজনে পাখি মাতোয়ারা।
রাতের আকাশ জোছনায় ভাসে
হিম শুভ্রতায় গিরিশৃঙ্গ হাসে।
অপরূপ সাজে প্রকৃতি সদয়
তবুও ব্যাকুল আজ হয় না হৃদয়।
দিকে দিকে বাজে বেদনার গান
স্বজন হারায়ে কাঁদে শত প্রাণ।
মরণ শঙ্কিল জীবনের তরী
নেমেছে ধরায় ঘোরবিভাবরী।
গ্রাসিছে পেলব মনন সময়
তাই তো অরূপে হাসে না হৃদয়।
------------------------------
২৭ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা