নির্বিকল্প

জাহিদ হোসেন রনজু
----------------------------------®

'আমিই কি সব?'
প্রশ্নটা শুনে কবি নির্বাক নীরব।

প্রশ্নটা প্রিয়ার শুধুই কি অমূলক?
কবি ভাবে, চেয়ে থাকে বিমূঢ় অপলক।

নাকি জানা উত্তর তবুও প্রশ্নটা মনে
নিজেকে নিজেই করা তার একান্ত নির্জনে।

অবশেষে
কবি বলে হেসে-

'আকাশে চাঁদটাই সব নয়
তবু চাঁদ শূন্য আকাশ গভীর আঁধারময়।'

-----------------------------------
২ মার্চ ২০২০, মালিবাগ, ঢাকা