নির্বাচন
জাহিদ হোসেন রনজু
----------------------------------------------®
ঐ বেজেছে বাংলাদেশে নির্বাচনের ভোটের ঢোল,
সারা দেশে শোর উঠেছে সবার মুখে একই বোল।
দলে দলে ভীড়ছে সবাই গড়ছে মিলে ঐক্য জোট,
যেমন করেই হোক না তবে জিততে হবে এবার ভোট।
আগে যেজন শত্রু ছিল স্বৈরাচার বা রাজাকার
নির্বাচনে জেতার আশায় নিচ্ছি মেনে বশ্য তার।
শিয়াল-মুরগী, বিড়াল-ইঁদুর গড়ছে আজি সৌহার্দ্য,
বাঘ্র-সিংহও জয়ের আশায় ছাড়ছে নিজের বরাদ্দ।
কে কোন দলে, ডান না বামে ভুলে যেয়ে আজ এসব,
নানান রকম জোট গঠনে ভোটের মাঠে তাই সরব।
চায় যে শুধু গদি-মসনদ ডাস্টবিনে যাক আদর্শ,
বাপের নামটাও পারলে ভুলে চায় যে গদির স্পর্শ।
নির্বাচনে জেতার জন্য যা করার তাই করতে চায়,
দিতে হলে দিবে আজি বিবেক, বুদ্ধি সব ভাসায়।
কিসের আবার নৈতিকতা লঙ্কা জয়ই আসল ভাই,
জয় হলে তো খাবে মিলেই জনগণের মুন্ডুটাই।
--------------------------------------------------
১৪ নভেম্বর ২০১৮, ফুলবাড়িগেট, খুলনা।