নীলকণ্ঠ

জাহিদ হোসেন রনজু
-----------------------------®

ছেলে বলে তার যত কষ্ট কাতরতা
স্নেহের পরশে তার দূর করি ব্যথা।
দুহিতার শত কষ্ট মিটাই আদরে
কর্তার যাতনা ঢাকি প্রেমের চাদরে।

কার কাছে বলি আমি, বলি কার কাছে
আমারও যে দুঃখ, ব্যথা, কষ্ট  আছে।
আছে বহু আমারও ভয় শংকা মনে
শুধু নাই বলবার মানুষ ভুবনে।

সংসারের সবার শত কষ্ট ভয়
দূর করে ভাল রাখি দিয়ে বরাভয়।
অলখ্যে নিজের ব্যথা ঢাকি দিয়ে ঝাঁপি
সকলের ভাল দিয়ে নিজ মূল্য মাপি।

ভাল না লাগলে তারা দ্বিধাহীন স্বরে
'পারবো না আমি' বলে পারে যেতে সরে।
ইচ্ছে করে না করতে আমার যখন
পারি না আমিই শুধু বলতে এমন।

আমার বলার স্থান পাই নাকো খুঁজে
একাকী নীরবে কাজ করি মুখ বুজে।
ইচ্ছে হোক বা নাহোক, না লাগুক ভালো
'হে গৃহিণী, নীলকন্ঠ সদা দীপ জ্বালো।'

------------------------------------
২৩ জুন ২০২০, মিরপুর, ঢাকা।