নীলাকাশ ম্রিয়মান জোছনার শোকে

জাহিদ হোসেন রনজু
---------------------------------®

চৈত্রের দাবাদহের মতন আমার
ক্ষোভ-ক্রোধ-জিঘাংসার স্ফুলিঙ্গ অপার
মনের ভিতরে জ্বলে মর্কট বিনাশে
অহর্নিশ। পৈশাচিক উলঙ্গ সন্ত্রাসে
ভরে গেছে এ ধরিত্রী। ঘোর অমানিশা,
তিমির আঁধার আজ কেড়ে নিচ্ছে দিশা।
নীলাকাশ ম্রিয়মান জোছনার শোকে
ভবিতব্য আঁকা দেখি শকুনের চোখে।

হাঁসফাঁস, ছটফট, শ্বাসরুদ্ধকর
পরিবেশ, প্রতিবেশ। তেজোহীন কর।
এ পৃথিবী পরিণত হাবিয়া দোযখে
ক্ষত-বিক্ষত হরিণ হায়েনার নখে।
দেখে মন বলে ক্রোধে, নিদারুণ ক্ষোভে-
চলো জেগে উঠি দ্রোহী মিছিলে-বিক্ষোভে।

-----------------------------------
২৭ এপ্রিল ২০১৯, ফুলবাড়িগেট, খুলনা।