নীল চিঠি
জাহিদ হোসেন রনজু
-------------------------------------------®
চিঠি এলো, চিঠি এলো, এলো চিঠি নীল খামে
ডাকপিয়নের ঝোলায় করে চিঠি এলো কার নামে?
কার নামে আর কার নামে
আসলো যখন এই ধামে,
তোমার ঘর, তোমার দিঠি
তোমারই, তোমার চিঠি।
কে পাঠালো ভুল করি?
লাল পরী না নীল পরী?
ভুল করেই ঠিক ভুল করে
এলো চিঠি এই ঘরে।
তেতুল গাছের মগ ডালে
কালো ভুতুম পেঁচার বাস,
নুন আনতে যার পান্তা ফুরায়
যে জন ঘুমায় বারো মাস।
তার নামেই চিঠি এলো! হলো একি সর্বনাশ!
সর্বনাশ! ঘোর সর্বনাশ!
ভুল করে বা ঠিক করে
যখন এলো এই ঘরে
নীল খামে ঐ প্রেম চিঠি
ছড়ায় আলো রোদ মিঠি।
যতই করি গণ্ডগোল , লোক দেখানো গোল
চাক ধুমা ধুম বাজছে ঠিক হৃদয় মাঝে ঢোল-
ময়না নাচে, ফিঙ্গে নাচে, নাচে হিজল গাছে ভূত
দোয়েল ওড়ে লেজ উঁচিয়ে, ঐ চড়ুই ফুরুৎ, ফুরুৎ..
---------------------------------------------
০৮ এপ্রিল ২০২০, মিরপুর, ঢাকা