নিখোঁজ
জাহিদ হোসেন রনজু
---------------------------®
এই পথে হেঁটে গেছি তুমি আমি রোজ,
যেতে যেতে নিয়েছি দু'টি মনের খোঁজ।
মেঠো পথটি তেমনিই আছে
মুছে গেছে সেই পদচিহ্ন সব,
কোকিলের গান আছে, ফুলের সুবাস আছে
শুধু আজ, সেদিনের কথাগুলো ভীষণ নীরব।
এই পথে হেঁটে যাই
আজো আমি রোজ,
সব আছে, শুধু সেই
তুমিই নিখোঁজ।
-------------------------------------
২৯ ডিসেম্বর ২০২৪, মিরপুর, ঢাকা ।