নষ্ট সময়
জাহিদ হোসেন রনজু।

-------------------------------------------®

সময়টা যে দারুণ দূঃসময়
চৈত্রে পুড়ে ভালবাসার হৃদয়-
যা কিছু ভাল সবই আস্তাকুঁড়ে।

ধর্ষিতা চাঁদ মরেই আছে পড়ে
অমাবস্যার অন্ধ কূপের মাঝে।

ওরা সবাই ব্যস্ত ভীষণ কাজে
ভূত, প্রেত, আর নষ্ট পিচাশেরা।

কাদের জন্য খুলছে যেন ওরা
থাকা খাওয়ার মস্ত নোঁঙরখানা।

হচ্ছে রান্না, চলছে খানাপিনা।
যাচ্ছে হেঁটে সময় সেদিকে।

যাচ্ছে নিয়ে ভাবি কালটিকে।

ভাবছো বসে তুমি বেঁচে গেলে
যাচ্ছো তুমিও, যাচ্ছো সদলবলে।

--------------------------------------------------

( ২৩ জুন, ২০১৬, মিেপুর, ঢাকা )