নববর্ষ
জাহিদ হোসেন রনজু
-------------------------------®
আজ এসেছে
বাংলা সনের
প্রথম মাসের
প্রথম দিন,
সারা বাংলা
উঠলো জেগে
বাজলো প্রাণে
খুশির বীণ।
চৈতি খরা
পার হয়ে আজ
আসল আবার
নতুন ভোর,
প্রকৃতিতে
দিকে দিকে
নতুন দিনের
উঠলো শোর।
বন্ধ হলো
পুরাণ হিসেব
খুললো সবাই
হাল খাতা,
চুকায় দিয়ে
লেনাদেনা
হালকা হলো
সব মাথা।
গত বর্ষের
ভুল-ত্রুটি সব
ঝেড়ে ফেলে
আজ আবার,
নতুন সুরে
হৃদয় বেধে
উচ্ছ্বাসিত
মন সবার।
গৃহে গৃহে
ফিন্নী-পায়েস
মিষ্টান্ন আর
মুড়কি-খই,
মরিচ বাটা,
শুঁটকি ভর্তা
পান্তা ভাত ডাল
টাটকা দই।
খাচ্ছে নিজে
আর সবাইকে
খাওয়ায় ডেকে
প্রাণভরে,
মনটা যেন
উচ্ছ্বাসে আজ
বল্গাহারা
অশ্ব রে।
নানান সাজে
নানান বর্ণের
পোষাক পড়ে
আজ সবে,
উল্লাসে প্রাণ
ছড়ায় আলো
নববর্ষের
উৎসবে।
-------------------------------
১৪ এপ্রিল, ২০১৮, মিরপুর, ঢাকা।