নাবিক আর তুমি
জাহিদ হোসেন রনজু
-------------------------------------®
লাল টকটকে কাঁচুলির নীচে
ঘুমন্ত আগ্নেয়গিরি;
শামুকের খোলসের ভিতর ওম
সমুদ্র গভীর; মুক্তোর ঝিলমিল
স্নিগ্ধ শ্যামল উপত্যকা ; আরক্ত মালভূমি;
বন্দরে নাবিক ; নোঙর
সবুজ নিবিড় আমাজন অরণ্যে গোলাপের চাষ
অতঃপর
তোমার ত্বকের মতন উজ্জ্বল ফুটফুটে জ্যোৎস্না
----------------------------------------
২৮ ডিসেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা।