নারী

জাহিদ হোসেন রনজু
------------------------------------------®

'নারী হয়ে জন্ম নেয় না কেহ , হয়ে ওঠে নারী’
কারণটা সামাজিক রীতিনীতি, নরের খবরদারি।
'কোড অব কন্ডাক্ট'-এর ন্যায় বহু বাধা-বিধি-নিষেধ,
জন্মলগ্ন থেকেই গড়ে তুলে নারী-পুরুষ প্রভেদ।

কপালে টিপ, হাতে চুড়ি-বালা, ঝুটি বেঁধে চুলে,
মননে বিশ্বাসে তাকে সমাজ নারী করে তুলে।
ছোট থেকেই নাহি দিয়ে তাকে সমান স্বাধীনতা,
পদে পদে নিত্য শেখায় তাকে মানতে অধীনতা।

যে সকল রমনী জগৎ মাঝে ভেঙে ভ্রান্ত রীতি,
চলেছেন ব্যতিক্রমভাবে সদা কাটায়ে ভয়-ভীতি।
সকল বাধা-বিঘ্ন পায়ে দলে, করে নীতি মিছে,
তাঁরা থাকে নাই তো পড়ে কভু কোন কালেই পিছে।

দেখো যদি তুমি চক্ষু মেলে সমগ্র ভূলোকে
দেখবে যে অজস্র নারী অমর অনন্য আলোকে।
পিছে ফেলে লক্ষ কোটি পুরুষ 'দেবতা'কে,
আপন শৌর্য বীর্যে উজ্জ্বল করেছেন ধরাকে।

এই ধরণীর বহু বহু পুরুষ অনেক নারীর কাছে,
যোগ্যতায়, দক্ষতায় এবং জ্ঞানে পিছে পড়ে আছে।
হাজার, লক্ষ, কোটি পুরুষ আছে এই বিশ্ব-ধরাতে,
নারী দৌড়বিদ 'মার্লিন ওটি'র সাথে পারে না দৌড়াতে।

'হেলেন কিলার'সম পুরুষ তুমি পাবে খুঁজে কয়জন?
ক'জনই বা পাবে পুরুষ 'ফ্লোরেন্স নাইটিঙ্গেলের' মতন।
বরেণ্য 'মাদাম তেরেসা'সম ক'জন পুরুষ আছে,
কোটি কোটি পুরুষ ক্ষুদ্র অতি যাঁর মহত্ত্বের কাছে।

'ভ্যালেন্তিনা তেরেসকোভা' এবং 'সিমন দ্য বোভোয়ার',
ক'জন বলো সমকক্ষ তাঁদের আছে নর দুনিয়ার।
'দ্য গ্রেট  মহারাণী এলিজাবেথ', পরাক্রম অধীশ্বর
কোটি পুরুষেরও চেয়ে শ্রেয় ধরে যুগ যুগান্তর।

'ডিড্রিকসন জাহারিয়াস' এবং 'মাদাম মেরি ক্যুরি',
পিছে পড়ে রইবে যাঁদের জ্ঞানে পুরুষ ভুরি ভুরি।
'আডা লাভলেস', 'এমি নোয়েথা' আর 'জুলিয়া রবিনসন',
নারী তিন গণিতবিদসম ধরায় আছে পুরুষ কয়জন?

ভারতবর্ষে প্রথম নারী শাসক রাজিয়া সুলতানা
বুদ্ধি, সাহসে পেয়েছেন লক্ষ পুরুষের নজরানা।
ঝাঁসির কন্যা 'রাণী লক্ষ্মী বাঈ'য়ের শৌর্যবীর্য যত
লক্ষ পুরুষের বুকের পাটাতেও সাহস নাহি তত।

বাঙালির আলোকবর্তিকা 'বেগম রোকেয়া' মহীয়সী,
লক্ষ পুরুষ  বাঙালির চেয়েও যে শ্রেষ্ঠ গরীয়সী।
ইন্দো-ভারতের ঐ শত কোটি পুরুষরূপী সন্তান
এক নারী 'ইন্দিরা গান্ধী'র মতন নয় কভু দীপ্যমান ।

পুরুষ হলেই সে যে শ্রেষ্ঠ, মহান ভুবন বিশ্ব সভায়,
এ কথাটি একবারও আর নারী আনিও না মাথায়।
বাঁধার প্রাচীর ভেঙে যেজন হাসবে সমুজ্জ্বল মহিমায়
পুরুষ কিংবা নারী যেই হোক না সে, সেই তো শ্রেষ্ঠ ধরায়।

লিঙ্গ প্রভেদ কোন বাধা নহে, বাধা রীতিনীতি
পুরুষতান্ত্রিক মূল্যবোধ বাধা হাজারো ভয়-ভীতি।
এসব ত্যাজি যদি নারী তুমি হও আজি আগুয়ান
তুমিও যে শ্রেষ্ঠ হবে ধরায়, হবে যে মহিয়ান।
------------------------------------------
১৬ মার্চ ২০১৯, ফুলবাড়িগেট, খুলনা।