না চাইলেও মন
জাহিদ হোসেন রনজু
-------------------------------------®
চাইনি ভালোবাসি
আসি কাছাকাছি
তবু তুমি এলে
মিষ্টি করে আদর ভরে আমায় ডেকে গেলে।
বন্ধ ছিল সকল
আমার মনের আগল
লাভ হলো না কিছু
হঠাৎ জেগে আগল ভেঙে তোমার পিছু পিছু।
বুঝে গেলাম সেদিন
বাজালে কেহ বীণ
প্রাণের থেকে ওরে
সকল ভুলে হৃদয় খুলে প্রেমে ডুবে মরে।
------------------------------------
২৫ ফেব্রুয়ারি ২০১৯, কয়রা, খুলনা।
(কবি শ্রাবণী সিংহ-এর কবিতা ' বসন্ত বাতাসে' কবিতায় মন্তব্য করতে যেয়ে তাৎক্ষণিকভাবে লিখিত কবিতার পরিমার্জিত রূপ। তাই কবিতাটি কবিকেই উৎসর্গ করলাম। )