হে পিতা
(My Father)
জাহিদ হোসেন রনজু।
-----------------------------®
হে পিতা।
হে মহান পিতা।
হে আমার পিতা।
হে আমার জাতির পিতা।
এ মৃত্তিকা
প্রিয় দেশ মাতৃকা
আজি ধন্য-
তোমারই জন্য;
এ বাতাস
এ সুনীল আকাশ
আজি ধন্য-
তোমারই জন্য;
হে পিতা!
হে মোদের জাতির পিতা।
তুমি না আনিলে বিজয় প্রভাত
কাটিতো না মোদের তিমির সে রাত
দুঃসহ যন্ত্রণা, লাঞ্ছনা, অধীনতা
দূর হয়ে গেল পেয়ে যে স্বাধীনতা
সে তব অবদান।
হে পিতা! হে চির মহিয়ান।
যে ভাষা বিনা জীবন বেদনা বিধূর
যে ভাষায় আজো 'মা' ডাকি মধুর
যে বাংলা ভাষায় আজো কথা বলি
গেয়ে গান বাংলায় আজো যে পথ চলি
স্বাধীনতা বিনা বাংলা ভাষা পেতো না তো সম্মান।
এ তব অবদান।
এ মানচিত্র,
মোর স্বাধীন চিত্ত;
এ তব অবদান।
এ মুক্ত ভূখন্ড সীমানা,
এ লাল সবুজ দীপ্ত নিশানা;
এ তব অবদান।
এ স্বদেশ
সোনার বাংলাদেশ
এ সবই তব অবদান।
হে বঙ্গবন্ধু ! হাজার বছরের শ্রেষ্ট বঙ্গ সন্তান।
তুমি অজর, অমর, চিরঞ্জীব সুমহান।
তুমি মহান! তুমি মহান! তুমি মহান।।
-----------------------------------
২১ অক্টোবর ২০১৬, ঢাকা