মূল্যহীন
- জাহিদ হোসেন রনজু।
---------------------------------!®
তুমি ভাল বাসবে আমায়?
ভাল বাসলে
তোমাকে একটি গোলাপ দিবো আমি।
ভালবাসলে
তোমাকে নিয়ে একটি কবিতা লিখবো আমি।
জানি ভালবাসবে না তুমি।
গোলাপ পেয়ে ভালবাসার দিন এখন আর নেই।
কবিতা পড়ে ভালবাসার দিন এখন আর নেই।
জানি
ভালবাসার জন্য
গোলাপ ও কবিতা এখন মূল্যহীন।
-----------------------------------
০৫.০৪.২০১৭, ঢাকা।