মরাকটাল

জাহিদ হোসেন রনজু
------------------------------®

ভরা নদী ভরা নেই, শুকিয়ে চিকন
না যায় গোসল করা, নাহি সন্তরণ
যদি জাগে ইচ্ছে মনে তরুণী বালার,
ডুববে কলসি গলে, নাই সে আকার;

না হাসে প্রেমেতে মন, না কাঁদে আবার
মিটমিট জ্বলে আলো দূর তারকার।

---------------------------------
১০ জুন, ২০১৮, মিরপুর, ঢাকা।