মনের প্রশ্ন
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®
যায় দিন ভালো নাকি আসে দিন ভালো?
মনেতে প্রশ্নটা এসে দ্বিধাটা জাগালো।
ভাল সেটা ছিল কিনা ছায়াঘেরা গ্রাম
নাকি ভাল ইটে ঘেরা শহরের ধাম?
ভালো ছিল রাতে জ্বলা প্রদীপের আলো
নাকি ভালো আজকের আলো জমকালো?
সীমন্ত রেখার মত মেঠো পথখানি
ভাল নাকি ভাল এই পাথর সরণি?
রাতের আঁধারে দেখা পূর্ণিমার চাঁদ
নাকি ভাল কৃত্রিম এ ঝলমলে রাত?
পাখির কুজনে ভোরে ধীরে ঘুম ভাঙ্গা
নাকি ভালো বাধা শব্দে হুড়মুড় জাগা?
ভাল ছিল স্নান করা দল বেধে জলে
নাকি ভালো একা স্নান 'বাথরুম কলে'?
চাচা-চাচী দাদা-দাদী মিলে ভাই বোন
থাকা ছিল ভাল নাকি একাকী জীবন?
কম জেনে হাসি খুশি দিন গুজরান
নাকি ভাল বেশী জেনে জান পেরেশান?
যতটুকু প্রয়োজন ততটুকু আয়
নাকি ভাল ছুটে চলা প্রাচুর্য মায়ায়?
আনন্দ উল্লাসে থেকে ঝরে যাও কাঁচা
নাকি ভাল ধুঁকে ধুঁকে বেশী দিন বাঁচা?
এমনই প্রশ্ন শত জাগে মন মাঝে
জীবন সায়াহ্নে এসে অপরাহ্ন সাঁঝে।
-------------------------------------
৫ জুলাই, ২০১৮, কয়রা, খুলনা।