মন খারাপের দিনে

জাহিদ হোসেন রনজু
-----------------------------------®

মন খারাপের দিনে না হয় আমায় ডেকো
দুঃখ ভরা হৃদয় মেঘে আমায় রেখো।
ফুটফুটে চাঁদ জ্যোৎস্না রাতে সবাই আসে
আমি না হয় মেঘের দিনে আসবো কাছে।
মেঘ বালিকার দুঃখগুলো আমার করে
একটু না হয় দেবো তোমার হৃদয় ভরে।
কষ্ট তোমার সবগুলো কি পারবো নিতে?
পারবো কি আর সবটুকু সুখ তোমায় দিতে?

পারবো না তো নাই ক্ষমতা আমার তেমন
তপ্ত পাথর শীতল করে ঝর্ণা যেমন।
আমি শুধু কষ্ট তোমার হৃদয় দিয়ে
অনুভবে তোমার কিছু কষ্ট নিয়ে
তোমার পাশে থাকতে পারি ডাকলে আমায়
তোমার মনের কষ্ট জলের মেঘের ভেলায়।
--------------------------------------
১৪ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা