মন যেতে চায় হারায়

জাহিদ হোসেন রনজু
.............................®
লাগছে কাঁপন মন মুকুরে
ফাগুন দিনের হাওয়ায়,
যাচ্ছে ছুটে বাঁধনহারা
ফুলকলিদের মেলায়।

রামধনুটার সাতটি রঙে
স্বপ্ন ঝলোমলো,
বসন্তেরই ফুলের ঘ্রাণে
হৃদয় টলোমলো।

লাল পরী আর নীল পরীদের
চন্দ্র বদন মায়ায়,
যৌবনেরই অমোঘ টানে
মন যেতে চায় হারায়।
..............................................
৫ সেপ্টেম্বর ২০১৮, মিরপুর, ঢাকা।