মন
জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®
ওরে মন কোথা যাস?
ওখানেতে কার বাস?
হলদে পাখি
ময়না টিয়ে
ডাকছে সখি
ইশারা দিয়ে।
তাই তো রে আজ যাচ্ছি সেথায়
ফিরাসনেরে আর যে আমায়।
ওরে মন তুই একটু দাঁড়া।
এ ডাক হলো সৃষ্টি ছাড়া।
কাজল দীঘি
অতল মায়া।
কূল পাবি না
অলিক ছায়া।
এ ডাক শুধু ডেকেই মরে।
দুপুর বিকেল রাত্রী ভোরে।
না না তুই আজ ভুল বকিসনে
বান ডেকেছে আমার মনে।
চিত্ত আমার ব্যাকুল আজি
ফুটছে মনে আতশ বাঁজি।
ছুটছে ঘোড়া ঐ পঙ্খীরাজ
সাজিয়ে মন পুষ্প সাজ
ছুটছে আজিকে ছুটছে রে
আপন মনে ঐ ছুটছে রে।
আজকে আমি পাগলপারা
প্রেমের নেশায় নিদ্রাহারা।
বলগাহীন বাঁধনহারা
আজকে মনের ঝর্ণাধারা।
মন উতলা
আপন ভোলা
ছুটছে আজিকে দিগ্বিদিক।
গাইছে পাখি
ডাকছে সাকি
ফুটছে পুষ্প চতুর্দিক।
তাই তো আমি যাচ্ছি ওথা
বলতে যত মনের কথা
ফিরাসনে আজ ওরে তোরা
আমার মনের পাগলা ঘোড়া।
যাবই যাবই যাবই যে আজ
ছুটিয়ে মন পঙ্খিরাজ
মন পবনের নৌকা বেয়ে
বলব আমি সেথায় যেয়ে-
'ওগো মেয়ে, কোথায় তুমি?
এসে গেছি এই তো আমি।
আমায় যদি বাসই ভালো
হাত ধরে সাথ আমার চলো।
চলো আমরা যাই চলে যাই
মনের মাঝে মনকে হারাই।
উঠুকরে ঝড়
মনের উপর
বাজুক বাদ্য, কাঁপুক যে দিল।
রঙিন ঘুড়ি
উড়ায়ে উড়ি
দাপিয়ে বেড়াই আকাশ নীল।
............
................
তারপর যখন নেশা ছুটলো মনের
সুর কাটলো গানের
স্বপ্ন গেলো বনে
তখন মন আমার কথা শোনে।
এখন সে আমার কাছেই আছে।
এখন সে আমার হয়েই আছে।
--------------------------------------------
(০৩ জুন, ২০১৬, মানিকগঞ্জ)