মিটে গেলে অভিপ্রায়
জাহিদ হোসেন রনজু
--------------------------------®
দশটি বছর পরে বলো তুমি একি
ভাবি তাই আর বসে তোমাকেই দেখি।
এই তুমি সেই তুমি কত যে ফারাক
ভাবি যত মনে মনে হই যে অবাক।
দশটি বছর আগে বলা কথা গুলো
ভুলে গেছো মনে হয় জমে বালি-ধূলো।
বলেছিলে হাত ধরে 'তুমি ছাড়া আমি
বাঁচবো না ধরণীতে জানে অন্তর্যামী।'
'যাও তুমি যেথা খুশি, করো যে বিচার
কতটুকু মূল্য আজ ধরাতে তোমার?'
ফুল তুলে মালা গেঁথে করে কন্ঠহার
শুকানোর পরে বলো মূল্য কত তার?
মিটে গেলে অভিপ্রায় হয় বুঝি শেষ
গোলাপ ফুলও হয় বিরক্ত অশেষ।
----------------------------------
১৩ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা।