মেয়ে
জাহিদ হোসেন রনজু
------------------------------------®
তোমায় দেখে চমকে গেলাম বয়স যখন ষোলো
কেমন জানি ভাললাগায় মনটা উদাস হলো।
তখন এমন ভাললাগায় ছিল অনেক বাধা
'খারাপ ছেলে' বলবে লোকে তাই হয়নি সাধা।
তোমার নামটি খাতার পাতায় আঁকাআঁকি ছাড়া
সংগোপনে আড়াল থেকে দেখাই হলো সাড়া।
বিদ্যালয়ের পাঠ চুকিয়ে কলেজ পাড়ায় এসে
দ্বিতীয় বার চমকে গেলাম তোমায় ভালবেসে।
একা একাই ভালবাসি, একাই স্বপ্ন আঁকি
উদাস প্রেমিক ভাবটি ধরে তোমার পথে থাকি।
তুমি তখন অনেক দামী, শত চোখে ঘেরাও
তোমার কী আর সময় আছে আমার দিকে তাকাও।
তৃতীয়বার চমকে গেলাম নতুন পাড়ায় এসে
আমায় দেখে যখন দিলে মিষ্টি করে হেসে।
বিকাল হলেই মাঞ্জা মেরে ছাদে উঠে রোজই
দূরে থেকেই তোমায় আমার চলতো খোঁজাখুঁজি।
যত্ন করে চিঠি লিখি, হয় না সাহস দেবার
হঠাৎ করেই বাসা বদল, ব্যর্থ হলাম আবার।
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিতে যেই এলাম
তোমায় দেখে হকচকিয়ে আবার চমকে গেলাম।
কাজের ছলে, নানান ভাবে তোমার কাছে থাকি
তোমার কাজেই ব্যস্ত আমি, আমার কাজ সব বাকী।
সাহস হয় না, বলি বলি করেও হয়নি বলা
হঠাৎ পেলাম বিয়ের দাওয়াত, পূর্ণ ষোলকলা।
তোমায় মেয়ে ভালবেসেই আমার এ পথ চলা
'তোমায় আমি ভালবাসি' -তবু হয়নি বলা ।
এখন সময় অনেক সহজ তোমায় খুঁজে পাওয়া
পেয়েও তোমায় এখন হয় না তেমন করে চাওয়া।
চমকে যায় না হৃদয় এখন হঠাৎ দেখায় তোমায়
ভালবাসার বোঝার আগেই ভালবাসা হারায়।
তোমায় মেয়ে ভালবেসেই আমার এ পথ চলা
'তোমায় আমি ভালবাসি' -তাই তো হয় না বলা।
----------------------------------------
৪ অক্টোবর ২০২২, ল্যাবএইড হাসপাতাল , ঢাকা