মরণ শিয়রে জাগে
জাহিদ হোসেন রনজু
---------------------------------®
কত পথ, তবু আজ মানুষেরা বন্দী ঘরে,
সঙ্গিন উঁচিয়ে আসে বরকন্দাজ সজোরে
মানুষ দেখতে পেলে। অথচ কুকুর ঘুরে।
মানুষ দেখে মানুষ সরে যায় আজ দূরে।
এমন পৃথিবী হবে ভাবিনি কখনো আগে,
জন্ম নয়, সৃষ্টি নয়, মরণ শিয়রে জাগে।
-----------------------------------
১ মে ২০২০, মিরপুর, ঢাকা