মাঝি
জাহিদ হোসেন রনজু
জীবন নদে মাঝি আমি বাইশটি বছর ধরে
গেছি বেয়ে নৌকাখানি রৌদ্র-বৃষ্টি-ঝড়ে।
সাজায় আমি নৌকাখানি ভালবাসা দিয়ে
ভাসায় ছিলাম হালটি ধরে একজন যাত্রী নিয়ে।
টুকটুকে লাল শাড়ি পড়ে ঘোমটা দিয়ে মাথায়
উঠেছিল যাত্রী হয়ে সে যে আমার নৌকায়।
সেই যে উঠা, আর নামেনি, তাকে সঙ্গী করে
মাঝি আমি বাইছি তরী বাইশটি বছর ধরে।
দুজন মিলে পেরিয়ে গেছি চড়াই-উতরাই পথ
পার হয়েছি সাত সমুদ্র বুকে নিয়ে হিম্মত।
রোদ ঝলমল দিন দেখেছি, দেখেছি নিকষ রাত
চারটি হাতে হালটি ধরে সামলেছি সব আঘাত।
সময় স্রোতে নৌকা ছোটে, যাত্রী বাড়ে ধীরে
আকাশ থেকে হুর-পরীরা আসে আমার নীড়ে।
তরী আমার টইটম্বুর আজ, জ্যোৎস্না জলে ভাসে
মৃদুমন্দ দখিন হাওয়ায় ফুলের সুবাস আসে।
ছলাৎছলাৎ ঢেউয়ের তালে কখন অগোচরে
জানিই না যে হালটি থেকে হাতটি গেছে সরে।
মাঝি আমি নই আর তো এই তরণীর আজি
ঘোমটা দেয়া সেই তরুণী আজকে আসল মাঝি।
---------------------------------------
৪ অক্টোবর ২০২৩, মিরপুর, ঢাকা