মা জননী
জাহিদ হোসেন রনজু।
----------------------------------------®
পূর্ণিমা চাঁদ আলো
কত মধু ধরে বলো
তারচেয়েও বেশী যার অধরে
নিশিদিন ঝরে পড়ে অঝরে-
সে যে মা জননী
আনন্দ তরণী
শ্রেষ্ঠ সম্পদ জীবনের।
আলোকবর্তিকা সে ভুবনের।
কতটুকু শীতলতা আছে ঐ ঝর্ণার জলে
তারচেয়েও বেশী আছে যার আঁচল তলে
শুভ্র সুন্দর
যার গোটা অন্তর-
সে যে মা জননী
আনন্দ তরণী
শ্রেষ্ঠ সম্পদ জীবনের।
আলোকবর্তিকা সে ভুবনের।
সংকট,দূর্যোগ আর প্রলয়ের কালে
মমতার স্নেহ হাত রেখে যিনি ভালে
মঙ্গলদীপ জ্বেলে মম মন চিত্ত
অমৃত সূধারসে করে দেন সিক্ত-
সে যে মা জননী
আনন্দ তরণী
শ্রেষ্ঠ সম্পদ জীবনের।
আলোকবর্তিকা সে ভুবনের।
কোকিলের কুহুতান
ঝরনার কলতান
বেজে উঠে হৃদয়ে কাকে কাছে পেলে
খুশির ফুলেরা হাসে কার কাছে গেলে-
সে যে মা জননী
আনন্দ তরণী
শ্রেষ্ঠ সম্পদ জীবনের।
আলোকবর্তিকা সে ভুবনের।
পুষ্পিত বাগান
জ্যোৎস্নার আসমান
যার মুখ দর্শনে পেয়ে যাই
যার কোন তুলনা আর নাই-
সে যে মা জননী
আনন্দ তরণী
শ্রেষ্ঠ সম্পদ জীবনের।
আলোকবর্তিকা সে ভুবনের।
--------------------------------
( ০৮ মে ২০১৬, মিরপুর, ঢাকা)