'লকডাউন' দিনলিপি

জাহিদ হোসেন রনজু
---------------------------®

এই ঘর ওই ঘর
পায়চারী দিনভর।

দেখে বধু ফাটাফাটি-
'শুধু শুধু হাঁটাহাঁটি।
হাঁটা ছাড়া কাজ নাই?
একটুও থির নাই।

এদিকেতে ঘাম ঝরে
সারাদিন কাজ করে।
ছেলেমেয়ে সামলানো
এটা দাও, এটা আনো।

ধোয়ামোছা থালাবাটি
গোছা গোছা কাটাকাটি
চুলা জ্বালো তিন বার
করো ঘর পরিষ্কার।

তার উপর চা চাই
মনে কত রোশনাই।
জীবনটা ছারখার
টানতে এ সংসার।'

চুপচাপ শুনে তাই
কাটে সারা দিনটাই।
'বুয়া'টাও চলে গেছে
করোনার ভয়ে দেশে।

ডাক দিলে খেতে যাই
চা ভুলেও নাহি চাই।
তারপরও চা আসে
বুঝি বধু ভালবাসে।

দিন শেষে হাসি মুখ
ভুলে যাই সব দুখ।

----------------------------
১১ এপ্রিল ২০২০,মিরপুর, ঢাকা।.