লাশকাটা ঘর
জাহিদ হোসেন রনজু।
-----------------------------------------®
গুমোট অন্ধকার-লাশকাটা ঘর
শুয়ে আছি বোধহীন অজস্র লাশের সাথে।
মূক ও বধির বিবেক-বোধ-বিশ্বাস,
পক্ষাঘাতগ্রস্ত হস্তদ্বয়- অসাড়।
শিরশির করে উঠা গর্দান।
হিম শীতল সাপ শির-দাঁড়া বেয়ে নামে।
আকাশে রক্ত পিপাসু শকুনিদের জলসা-মচ্ছব দেখে চোখ।
'ডাস্টবিন' থেকে দুর্গন্ধময় সুগন্ধী ছড়াচ্ছে- স্বর্গের।
তাই শুয়ে আছি লাশকাটা ঘরে
মৃতদের সাথে
-স্বর্গে যাবো বলে।
গুমোট অন্ধকার- লাশকাটা ঘর।
শুয়ে আছি বোধহীন অজস্র লাশের সাথে।
---------------------------------------------
( ১০ মে, ২০১৬, মিরপুর, ঢাকা )