ক্রন্দসী মন

জাহিদ হোসেন রনজু
---------------------------------®

বিরসে বিবশ মন অরণ্য আঁধারে
জোনাক আলোক খুঁজে এধারে ওধারে।
এলোকেশী রাত্রী নামে বিরহ বিধুর
আষাঢ় বাদল জলে সকরুণ সুর।
গুমড়ে গুমড়ে কাঁদে অশান্ত হৃদয়
কষ্টের সমুদ্রে ঢেউ ফেনিল প্রলয়।
বিধাতার নামে জ্বালে সেঁজুতি আলোক
বিষময় মিয়্রমান জীবন, ভূলোক।

নীরবে কে যেন কয়, 'কেন এ ক্রন্দন?
কেন বসে করো তুমি অরণ্যে রোদন?
সুখ-দুঃখ জীবনের নিয়তি নিয়ম
দুদিনের খেলাঘরে ঘটে হরদম।
কেঁদো নাকো আর তুমি সুখটুকু ভুলে
বেদনার বহ্নি জ্বেলে ভেসো না অকুলে।'
----------------------------------
২৫ জুন, ২০১৮, মিরপুর, ঢাকা।