কতটুকু
জাহিদ হোসেন রনজু
------------------------------------------®
কতটুকু প্রেমে ব্যাকুল হলে পরে ইতিহাস সৃষ্টি হয়?
কতটুকু জ্যোৎস্না বিকিরণে মিলে ধ্রুপদি মন আকাশ?
কতগুলো গোলাপ হাতে নিলে পরে পাওয়া যায় পরিচয়?
কতগুলো বার্তা প্রেরণ করা শেষে প্রাপ্তি মনের নিবাস?
চেনা হয় দুটি মন এক সাথে দুজনে কতটা পথ হাঁটলে?
দুটি ঠিকানা একটি হয়ে যায় কতটুকু চেনা হলে?
কতটুকু ত্যাগে অমলিন থাকে প্রেম অন্তরে সারাক্ষণ?
যায় থাকা এক সাথে কতটা ভালবাসলে সারাটি জীবন?
-----------------------------------------
১০ মার্চ ২০২১, ঢাকা টু খুলনা, ট্রেন।