কথাগুলো

জাহিদ হোসেন রনজু।
-------------------------------®

কথাগুলো অন্য রকম হতে পারতো।

বলতে পারতে
আমার যাওয়া-আসার পথে
প্রতিদিন কেন দাড়িয়ে থাকো তুমি?

বলতে পারতে
তোমার হাতে গোলাপ কেন দেখি?

বলতে পারতে
তোমার চোখে কিসের স্বপ্ন আঁকা?

বলতে পারতে
বুকের মাঝে কাকে যত্ন করে রেখেছো তুমি?

বলনি তুমি
এসব কিছুই বলনি সেদিন তুমি

তুমি বললে-'যত সব সস্তা সেন্টিমেন্ট'

কথাগুলো অন্য রকম হতে পারতো-হয়তো
হতে পারে এখনও.....আবার

এখনও রৌদ্রের অপেক্ষায় পৌষের সকাল
ম্রিয়মাণ, তথাপি প্রতীক্ষা উষ্ণতার, তোমার

-------------------------------------
৪ মে ,২০১৮, ফুলবাড়িগেট,  খুলনা।