কষ্টটা আমার
জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®
আমি কষ্ট পেলে
কষ্টে আছি জানলে তুমি খুশি হও
'আমি জয়ী'- এমন আত্ম-অহংকারে তুমি উদ্বেলিত হও
আনন্দিত হও- আমি জানি,
তোমার বর্তমান ও আগামী দিনের গল্পের উপাদান হবে, উপাদেয়
জানি আমার এই কষ্টগুলো;
তাই আমি আমার কষ্টের কথা
চিতার আগুনে আমার হৃদয় পোড়া গন্ধ তোমাকে বিলাই
তুমি খুশি হবে বলেই, আমি
তোমার উঠোনে
আমার নীল কষ্টগুলো ছড়াই
তবে মিথ্যে নয়-
কষ্টটা আমার........
--------------------------------------
২৩ জানুয়ারি ২০১৯, লঞ্চ, কয়রা টু খুলনা।