কষ্টটা আছে মেয়ে

জাহিদ হোসেন রনজু

----------------------------------------®

চলে যেতে যেতে
কবিতা বলেছিল বার বছর আগে
হঠাৎ থেমে পথে -

'কেঁদো না। তুমি দেখো
সময়ে সব ঠিক হয়ে যাবে।
আমার উপর বিশ্বাস রেখো।'

কিছুই ঠিক হয়নি কিছুই
আমার আকাশ মেঘে ঢাকা আজো
অমানিশার ঘোর কালো রাত্রীর মতই।

বারটি বছর পেরিয়ে গেছে
সময়ের তরী বেয়ে
আজও তেমনি আছে খুব
তেমনি আছে কষ্টটা মেয়ে।

---------------------------------------------
১ ফেব্রুয়ারি, ২০১৮, মিরপুর, ঢাকা।