কষ্টগুলো রক্তজবা

জাহিদ হোসেন রনজু
---------------------------------------------®

তোমায় ভাল বাসবো বলে পা বাড়ালাম
টবের গাছে একটি গোলাপ ফুটে ছিল, সেটাই দিলাম।

হাসলে তুমি মিষ্টি করে
আমার দেয়া গোলাপ নিলে আস্তে ধরে।
চাইলে তুমি আমার দিকে অন্য চোখে
কি জানি কি বলতে যেয়ে রাখলে মুখে।
নাকি তুমি বললে কিছু মৃদুভাবে?
বললে বুঝি তাড়া আছে কোথাও যাবে?
নাকি বললে অন্য কিছু, অন্য কথা?
করলে বুঝি একটু কটু রসিকতা?

চারপাশটা ছিল সেদিন ভীষণ নীরব
গাড়ী ঘোড়া মানুষ জনের নেই কলরব।
শুনতে আমি পাইনি তবু চেষ্টা করে
বললে যাহা তুমি আমায় মৃদু স্বরে।
তবু আমি বুঝে গেলাম যা বুঝার তা
তোমার মনে লুকিয়ে রাখা অবজ্ঞাটা।

সেদিন থেকে টবের গাছে আর ফুটে না গোলাপ কলি
আর খুঁজে না হৃদয় প্রেমের শব্দাবলী।

সেদিন থেকে প্রেম শব্দটা বিষের মতন
শুনলে পরেই মনের মাঝে হয় শুরু হয় তুষের দহন।
চৈত্রে ফাটা মাঠের মত দগদগে ঘা
কষ্টগুলো রক্তজবা ফুলের মত রক্ত রাঙা।

---------------------------------------------
২২ ফেব্রুয়ারি, ২০১৮, মিরপুর, ঢাকা।