""""""""
কষ্ট নিবো না বুকে
জাহিদ হোসেন রনজু।
-------------------------------------------®
কেন দুঃখ পাবো আমি?
কেন কষ্টের নোনা জলে
ভাসাবো হৃদয়?
এমন তো নয়
সুনামির জলোচ্ছ্বাসে ভেসে গেছো তুমি
না তুমি অন্য কোন প্রাকৃতিক দুর্বিপাকে হারিয়েছো সেদিন।
এমন তো নয়
হিমালয়সম বাধা ছিল সম্মুখে তোমার
না ছিল পারিবারিক দুর্বার কোন প্রতিরোধের দেয়াল।
এমন তো নয়
আমি ভালবাসিনি তোমায়।
না আমি হৃদয়ের ভালবাসা দেইনিকো যেটুকু দেবার।
কেন দুঃখ পাবো আমি?
কেন কষ্টের নোনা জলে
ভাসাবো হৃদয়?
অমানিশার রাতে নয়
রৌদ্রোজ্জ্বল আলো ঝলমল দিনে
তুমি হেঁটে গেছো মসৃন পিচঢালা পথে ফেলে রেখে আমার হৃদয়।
তুমি চলে গেছো আপন ইচ্ছায় অন্য কোন বিদর্ভ নগরে।
তবে আমি কেন দুঃখ পাবো?
কেন কষ্টের নোনা জলে ভাসাবো হৃদয়?
যে যাবার সে যাবেই.......
না, আমি দুঃখ পাবো না,
কষ্ট নিবো না বুকে এতটুকু ।
-----------------------------------------------
০৮ জুলাই, ২০১৭, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।