কষ্ট

জাহিদ হোসেন রনজু

--------------------------------------®

ভালবেসে যা পেয়েছি
সবই তোমার সৃষ্ট,
জীবন নদীর বাঁকে বাঁকে
কষ্ট, শুধু কষ্ট।

ভালবেসে তোমায় আমি
হইনি প্রিয় নষ্ট,
অবহেলার তিক্ত বিষে
হলাম পথ ভ্রষ্ট।

নষ্ট সময়, কষ্ট প্রহর
পুড়ায় হৃদয় পষ্ট,
দিনের মত দিন চলে যায়
হারায় না সে কষ্ট।

-----------------------------------
২২ ফেব্রুয়ারি, ২০১৮, মিরপুর, ঢাকা।