করোনার ভয়ে

জাহিদ হোসেন রনজু
------------------------------®

সারাদিন ঘরে থাকা কত যাতনার
করোনার উৎপাতে বুঝেছি এবার।
সময় দাঁড়ায়ে আছে, নড়চড় নেই
সব কিছু এলোমেলো, হারায়েছি খেই।
এ ঘর, ও ঘর করি সারাদিন ভর
কী করি, কী করি ঘুরে মাথার ভিতর।
আমার এ দশা দেখে বউ মজা পায়
না বুঝার ভান ধরে আঁড়ে আঁড়ে চায়।
ফাঁদে পড়ে বক আজ ছটফট করে
কী মজা! কী মজা! ভাব, বৌয়ের অন্তরে।
বলতে পারি না কিছু বুঝেও সে সব
না বুঝার ভান করে থাকি যে নিরব।
কী করি কথাটি যদি জোরে জোরে বলি
বলির পাঠার মত হতে পারি বলি।
কাজের মানুষ নাই, ছুটি নিয়ে দেশে
যদি বলে প্রিয়া মোর হেসে কাছে এসে -
'কত কাজ চারিদিকে তবু বলো নাই
এই নাও থালা-বাটি করো যে ধোলাই।'
'ঘর ঝাড়ু দাও তবে দিনে তিনবার
বাথরুম একবার করো পরিষ্কার।'
তাই থাকি চুপচাপ মুখে তালা দিয়ে
যত পারি শুয়ে থাকি হাত-পা ছড়িয়ে।
ঘুমও ভারী বজ্জাত, দেয় নাকো ধরা
চাল-ডালের মতই ওর দাম চড়া।
আগে ঘুম তাড়াতাম চোখে জল দিয়ে
এখন সে ঘুম গেছে করোনায় নিয়ে।
কী আর করার আছে করোনার ভয়ে
এমন বিপত্তি যত যেতে হবে সয়ে।

-------------------------------
২৬ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা।