করো নাকো নেশা

জাহিদ হোসেন রনজু
___________________________®

'বড় হয়ে আমি ডাক্তার হবো, নাহলে ইঞ্জিনিয়ার,
তা না হলে আমি পাইলট হবো, করবো নভো বিহার।
থাক না মা আমি এসব হবো না, হবো আমি ভাল জন
মানব কল্যাণে কাজ করে যাবো আমি মা সারা জীবন।'

ছেলেটা আমার এমন স্বপন শুনাতো ছেলেবেলায়,
শান্ত-ভদ্র ছেলেটি যে  আমার ছিল ভাল পড়ালেখায়।
সকল শ্রেণিতে ভাল ফলাফল, খেলাতেও বেশ নাম,
এসএসসিতেও মেধা দশে থেকে কুড়ায় আনে সুনাম।

সুনীল আকাশ কালো মেঘে ঢাকে ছেলেটি কলেজে গেলে
কখন না জানি পথ ভুল করে আমার সোনার ছেলে।
কার সাথে যেয়ে, কার সাথে মিশে, মোদের হেলাফেলায়
সোনার টুকরো ছেলেটা আমার ডুবে মাদক নেশায়।

ছোট বেলাকার স্বপনসমূহ ভুলে গেছে ছেলে আজ
ভাংচুর করে , চিৎকার করে, নাই তার কোন লাজ।
পড়ালেখা তার শেষ হয়ে গেছে, নিভেছে সব স্বপন
যেখানে মাদক, সেখানে সর্বদা আজ তার বিচরণ।

মাঝে মাঝে তার জ্ঞান ফিরে এলে বাঁচার আকুতি করে
'বাবা মা আমায় ভাল করে দাও' আবেগে জড়িয়ে ধরে।
হৃদয় আমার ছিঁড়েফুঁড়ে যায় ছেলের আকুতি দেখে
'ভাল হবে বাবা, ভাল হবে' বলি জাপটিয়ে ধরে রেখে।

হয়তো বিধাতা সদয় হবেন বুকে বেধে সেই আশা
চিকিৎসা করি, যতটুকু পারি দিয়ে যাই ভালবাসা।
সময় দেইনি, খেয়াল করিনি, পিতা-মাতা হয়ে তার
সেই আপসোসে সদা পুড়ে মরি, করে যাই হাহাকার।

অনিন্দ্য সুন্দর এ মৃত্তিকায় ফুল হয়ে ফোঁটো সকলে
হোক না সে ফুল  বনে বা কাননে, পাহাড় বা সমতলে।
যেখানেই তুমি ফুল হয়ে ফোঁটো, সেখানেই অপরূপ
সেখানেই তুমি ছড়াবে, বিলাবে সৌন্দর্য সুরভি ধূপ।

আর যদি তুমি নেশা করে ডোবো আমার ছেলের মত
পুড়াবে নিজেকে , পুড়াবে মা-বাবা, ভাই-বোন অবিরত।
ছারখার করে সুন্দর জীবন মাদক নেশার ঢেউ
মিনতি করছি অভাগা জননী করো নাকো নেশা কেউ।
__________________________
১ অক্টোবর ২০২৪, মিরপুর, ঢাকা