কবিতা সেতো
জাহিদ হোসেন রনজু।
-------------------------------------®
কবিতা সেতো-
তোমার আমার
জীবনাচার
সুখের স্মৃতি
দু'খের গীতি
ভালবাসার
স্বপ্ন গাঁথা।
কবিতা সেতো-
স্নিগ্ধ সকাল
শান্ত বিকাল
অলস দুপুর
সন্ধ্যা মধুর
নিঝুম রাতের
মস্ত পাতা।
কবিতা সেতো-
নদ-নদী
নীল জলধি
পাখ-পাখালি
গাছ-গাছালি
বন পাহাড়ের
মিষ্টি ছবি।
কবিতা সেতো-
জ্যোৎস্না আকাশ
দখিণ বাতাস
রৌদ্র কিরণ
ঝড় বরিষণ
ষড় ঋতুর
প্রতিচ্ছবি।
কবিতা সেতো-
জুঁই, চামেলী
টগর, বেলী
শিউলি, বকুল
গোলাপ, মুকুল
হাস্নাহেনা
ফুল শতদল।
কবিতা সেতো-
বিপ্লবী গান
বজ্র শ্লোগান
রক্ত লিখা
বহ্নি শিখা
মুষ্ঠিবদ্ধ
হাত করতল।
কবিতা সেতো-
রক্ত বেচা
ঘামে ভেজা
নিঃস্ব যারা
সর্বহারা
শ্রমজীবির
মনের ব্যথা।
কবিতা সেতো-
যুদ্ধনাশী
কু বিনাশী
শুভ্র যুক্তি
শোষণ মুক্তি
মানবতার
মর্ম কথা।
--------------------------------------
২৯ জুলাই ২০১৬, মিরপুর, ঢাকা
পরিমার্জনকরণঃ ১১ ফেব্রুয়ারি, ২০১৯